বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

বাসযোগ্য পৃথিবী গড়তে কলাপাড়ায় সাইকেল মহরা

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল কলাপাড়া পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়ায় বাসযোগ্য পৃথিবী গড়তে ব্যতিক্রমী সাইকেল র‍্যালি করা হয়েছে। অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র ও একটি পরিপূর্ণ জীবনের জন্য “গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও” প্রতিপাদ্য নিয়ে এ র‍্যালির আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে আন্ধারমানিক নদীর তীর সংলগ্ন শহরের হেলিপ্যাড মাঠ থেকে র‍্যালিটি বের করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী পরিবেশ রক্ষায় নানা প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

এর আগে হেলিপ্যাড মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অমল মুখার্জী, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও আমারা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বিশ্বব্যাপী গণহত্যা বন্ধ এবং পরিবেশ রক্ষাসহ বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট