বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল, আমতলী (বরগুনা):
পটুয়াখালীর মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) দরবার শরীফের দান বাক্স থেকে টাকা অবৈধভাবে উত্তোলন করে আত্মসাতের অভিযোগে মোঃ ফোরকান আলম মাঝিকে (পিতা: মৃত মোতাহার উদ্দিন মাঝি, সাং: মির্জাগঞ্জ, থানা: মির্জাগঞ্জ, জেলা: পটুয়াখালী) গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
জানা গেছে, গতকাল (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টা ৪৫ মিনিটে আমতলী চৌরাস্তার হাজী নান্না বিরিয়ানি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত ফোরকান আলম মাঝির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও, একইদিন রাতে মাদকবিরোধী অভিযানে আমতলী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূর্ব পাশে অভিযান চালিয়ে ৪ লিটার চোলাই মদসহ আব্দুল আজিজ প্যাদাকে (৪৫) গ্রেফতার করা হয়। তিনি মৃত সুরাত আলী প্যাদার ছেলে, সাং: রজপাড়া, ২নং ওয়ার্ড, ইউনিয়ন: টিয়াখালী, থানা: পলাপাড়া, জেলা: পটুয়াখালী।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
পুলিশের এমন কার্যক্রমে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছে।