সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

বরগুনায় কিশোর গ্যাং চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ অনিকুল ইসলাম
উজ্জ্বল স্টাফ রিপোর্টার
আমতলী বরগুনা:

উপজেলার চাওড়া ইউনিয়নে জনৈক মোসা: লাইজু বেগম এর সাথে ফরহাদ ইসলাম জয়ের তিন বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। গতকাল সন্ধ্যায় লাইজু বেগম ফরহাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বললে ফরহাদ আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নস্থ উশ‍্যিতলা মেইন রাস্তার পাশে আসে। লাইজু পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের কিছু সদস্যদের উক্ত স্থানে রাখে। তারা ফরহাদকে মারপিট করে মোবাইল এবং টাকা পয়সা নিয়ে যায়। রাতে আমতলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করেন, ১। মোসাঃ লাইজু বেগম(২৪) কিশোর গ্যাং সদস্য ২। মোঃ সাকিল (১৯) ৩/ মোঃ রাকিবুল (১৯) ৪/মোঃ ওলি হাওলাদারদের(১৯)গ্রে’ফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মা’মলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট