শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে।
শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে। তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।
তিনি বলেন, আগের মত রাজনৈতি করলে আর হবে না। বাংলাদেশের মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায় আসলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের করার কার্যক্রম হাতে নেওয়া হবে।
বিএনপি নেতা বলেন, অতীতে বিএনপি সরকারের সময় কর্মসংস্থান বেড়ে যেতো। বিএনপি ব্যবসায়ী সমর্থক একটি দল। যখন ব্যবসায়ীকে আপনি সমর্থন করবেন, তারা কর্মসংস্থান বাড়িয়ে দেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। ইতোমধ্যে আমরা সব সেক্টর নিয়ে পরিকল্পনা সাজিয়েছি।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।