বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা ১১ জুন মধ্যরাত থেকে শেষ হচ্ছে

মোঃ উজ্জ্বল স্টাফ রিপোর্টার
কলাপাড়া পটুয়াখালী:

সমুদ্র যাত্রায় শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন, অনেকে আবার জাল মেরামত করছেন, অনেকে আবার ট্রলার রং করছেন। মোটকথা শেষ সময়ে দম ফেলার ফুসরত নেই জেলেদের।
জাল বুননে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ বছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজননের জন্য ৫৮ এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠ প্রজনন হয়েছে। তাই সাগরে জাল ফেললেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পরবে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট