শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
মোঃ উজ্জ্বল স্টাফ রিপোর্টার পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার রনগোপালী ইউনিয়নের দক্ষিণ যৌতা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
আহত কাওসার (৩০) ওই গ্রামের কামাল হাওলাদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে রাজধানী ঢাকায় বিয়ে করেন কাওসার। বিয়ের পর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি।
তবে বিয়ের পরই স্ত্রীর অতীত জীবনের কিছু তথ্য গোপন করার অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ চলত। কাওসারের পরিবারের দাবি, তার স্ত্রীর আগের দুটি বিয়ে ও দুটি সন্তান রয়েছে, যা কাওসারকে জানানো হয়নি।আহত কাওসার বলেন,দুপুরে খাওয়ার পর ঘুমাতে গেলে স্ত্রী আমাকে সময় দিতে বলেন।
আমি ফুটবল খেলতে যাওয়ার কথা বললে সে রেগে যায়। পরে আমি ঘুমিয়ে পড়লে ধারালো কিছু দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে ফেলে।অন্যদিকে, কাওসারের স্ত্রী বলেন, “কাওসারের সঙ্গে পরিচয়ের পর নানা প্রলোভন দেখিয়ে তিনি আমাকে আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। বাসার প্রায় দুই লাখ টাকার মালামাল বিক্রি করে আমি তার সঙ্গে চলে আসি।
কিন্তু গ্রামের বাড়িতে আসার পর থেকেই কাওসার ও তার পরিবারের সদস্যরা আমাকে বন্দির মতো রাখে। তার মা আমাকে সবসময় নজরে রাখত। আমার জীবন ধ্বংস করে দিয়েছে ওরা।
তাই বাধ্য হয়ে এই কাজ করেছি।”এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।