শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
মোঃ উজ্জ্বল স্টাফ রিপোর্টার, কলাপাড়া (পটুয়াখালী:
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মারিয়া নামে দ্বিতীয় শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা সড়কের সিক্সলেন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার টিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মারিয়া কলাপাড়া উপজেলার পূর্বটিয়াখালী গ্রামের মো.মোজাম্মেল মৃধার মেয়ে।
এ ব্যাপারে মোজাম্মেল মৃধা বলেন’ তার নাতীকে নিয়ে পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় যাচ্ছিল। পিছন দিক থেকে আসা একটি অটোরিকসা মেয়েটিকে ধাক্কা দিলে সে রাস্তার বাইরে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম বলেন; ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।