বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
মোঃ উজ্জ্বল স্টাফ রিপোর্টার কলাপাড়া পটুয়াখালী: ১৮ বছরের আগে বিয়ে নয়” এ শ্লেগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতা মূলক র্যালি করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ র্যালি করে তারা। এতে শিক্ষার্থীসহ বিবিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
ইন্টারেক্ট এর অর্থায়নে, ইপজিয়া প্রকল্পের উদ্দ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ এর আয়োজন করে। পরে বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো.হামিদুর রহমান, ওয়ার্ল্ড কনসার্ন পরিবর্তন প্রকল্পের প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, শিক্ষক মো.ইদ্রিস, সামান্তমন ভৌমিক, নাজমুন নাহার কুসুম ও মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা, বাল্যবিবাহ সম্পর্কে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন এবং বাল্যবিবাহ বন্ধে করনীয় বিষয় শিক্ষার্থীদের অবগত করেন। সভা পরিচালনা করেন ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সিমা ভেরোনিকা রোজারিও।