বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

গফরগাঁওয়ের লামকাইনে অবৈধভাবে বালু বিক্রয় করার অপরাধে ১জন কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইনের (তনুর মোড়) নামক এলাকায় অবৈধ ভাবে বালু বিক্রয় করায় মোবাইল কোট অভিযান পরিচালনা করা হয়। আজ ৬ মে মংগলবার গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি নেতৃত্বে গফরগাঁও সেনাবাহিনী ক্যাম্পের সদস্যবৃন্দ ও পাগলা থানা পুলিশের সার্বিক সহযোগিতা অভিযানটি পরিচালিত হয়।

অবৈধভাবে বালু বিক্রয় করার অপরাধে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ আওতায় ১জন কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০,০০০/টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ জানান।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট