বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় কলাপাড়ায় শিশু নিহত

মোঃ উজ্জ্বল স্টাফ রিপোর্টার, পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা পানি জাদুঘরের সামনে পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম ওরফে জাবের নামে সাত বছরের শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটেছে। সে কুয়াকাটা সংলগ্ন হুইছেন পাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। নিহতের স্বজনরা জানায়, আজ দুপুরে পাখিমারা পানি জাদুঘরের সামনের সড়কে নানা সালাম সন্যাৃতের সাথে দাঁড়িয়ে ছিলো জাবেট।

এসময় কুয়াকাটা ভ্রমণ শেষে পাঁচজনের পর্যটকবাহী একটি মাইক্রোবাস মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটির মাথা, বুক ও পা রক্তাক্ত জখম হয়। এসময় শিশুটির স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসটি এলাকার লোকজন আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট