শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন এ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।
ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। অতীতে বহুবার তাকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি কোনো দলে যোগদান করেননি। তবে এবার নিজেই দল নিয়ে এসেছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।