শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:ঢাকার কলাবাগান থানা আওয়ামী লীগের ‘প্রভাবশালী’ নেতা নজরুল ইসলাম সাধু (৬৮)-কে নাশকতা ও জুলাই আন্দোলনে হামলার অভিযোগে জামালপুরের মেলান্দহ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মেলান্দহ থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাধুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম সাধু উপজেলার সাধুপুর এলাকার বাসিন্দা ও মৃত অহেজ উদ্দিন মণ্ডলের ছেলে।
জানা যায়, নজরুল ইসলাম সাধু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে হলেও ঢাকায় কলাবাগান এলাকায় বসবাস করার কারণে সেখানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নজরুল ইসলাম সাধুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, তাদের ওপর শারীরিক নির্যাতন এবং নাশকতা পরিকল্পনার গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।