শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: একজন জনপ্রিয় লেখক, কবি সাহিত্যক মোঃ ফখর উদ্দিন মন্ডল। এই প্রক্ষাত লেখক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ১১নং লংগাইর ইউনিয়নের সৈয়দ পাড়া গ্রামের জন্ম গ্রহণ করেছেন।
তিনি দীর্ঘদিন লেখা -লেখীর কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার লেখা বেশ কয়েকটি কার্ব্যগ্রন্থ, উপন্যাস,নাটক বেশ জনপ্রিয়।
মেধাবি এই লেখকের সাথে কথা হলে তিনি দৈনিক দিনের সময়কে বলেন,অনেক গবেষণা করে একটি গ্রন্থ রচনা করেছেন যার নাম শিক্ষক জীবনালেখ্য।
তিনি আরো বলেন, এখন অর্থের অভাবে গ্রন্থটি প্রকাশ করতে পারছেন না।তার বিশেষ আরোতি যদি কোনো মহান ব্যক্তি আর্থিক সহযোগিতা করেন তবে ঐ ব্যক্তির নাম গ্রন্থটি পৃষ্ঠপোষক হিসেবে রাখবেন।
যোগাযোগ:
লেখক,সাহিত্যেক ফখর উদ্দিন মন্ডল
মোবাইল:০১৯৩৮৯৫৩২৩২
০১৯১১৯৮৫৯৪৭