শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
বরিশাল বিভাগীয় প্রতিনিধি :ডাকাত সন্দেহে আটক নিরীহ যাত্রীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মেহেন্দিগঞ্জ উপজেলার
শ্রীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে শনিবার (২২ মার্চ) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ মার্চ রাত ১১ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর ঘাট থেকে গাগুরিয়াযাওয়ার সময় তেতুলিয়া নদীতে জলদস্যুর আক্রমণের শিকার হয় আনোয়ার মাঝির যাত্রীবাহী ট্রলার। এ সময় যাত্রীদের ডাকচিৎকারে ঘটনাস্থলে কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের সদস্যরা গেলে এবং গ্রামবাসীর ধাওয়ায় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।
তারা বলেন, ওই সময় কোস্টগার্ড সদস্যরা ডাকাত সন্দেহে ট্রলার থেকে যাত্রী মো. মামুন মোল্লা(৪২), আনোয়ার হাওলাদার(৪১), মো. জুয়েল শেখ(২৬), পান্নু মোল্লা(৩২) ও নাজমুল হাওলাদার(৩৮) কে আটক করে নিয়ে যায় এবং ভোলা সদর থানায় হস্তান্তর করে। অথচ এরা সকলে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।
বক্তারা বলেন, ঘটনার পরপরই আটকের বিষয় নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে ডাকাত সন্দেহে আটক নিরীহ যাত্রীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচিতে সাবেক ইউপি সদস্য মন্নান শেখ, গাফফার, মিন্টু মৃধা, নুরনবী চৌকিদার, কাজী আবু তালেবসহ স্থানীয় বাসিন্দা ও আটককৃতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর ও ভোলা সদরের ভেদুরিয়ার মধ্যবর্তী তেতুলিয়া নদী থেকে সম্প্রতি কোস্টগার্ড ৫ জনকে আটক করে। এ নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে। ঘটনার পর কোস্টগার্ড সাংবাদিকের জানিয়েছে, তারা ৫ জন জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।
জলদস্যুদের ধরতে কোস্টগার্ড জেলে বেশে নদীতে জাল ফেলেছিলো। জলদস্যুরা হামলা করলে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে এর বিরোধীতা করে আসছে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরে বাসিন্দা ও আটককৃতদের স্বজনরা। তাদের দাবি কোস্টগার্ড ডাকাত আখ্যা দিয়ে নিরপরাধ মানুষকে আটক করেছে।