শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা ১৩ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে জাতীয় গণহত্যা দিবস ২০২৫ ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভাসমূহে সভাপতিত্ব করেন জনাব এন.এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, উপজেলা পরিষদ, গফরগাঁও, ময়মনসিংহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর গফরগাঁও ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাইদুর, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব শিবিরুল ইসলাম, পাগলা থানার অফিসার ইনচার্জ জনাব ফেরদৌস আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল সহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ আরো অনেকেই ।