শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন
,সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলার গফরগাঁওয়ে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে
মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শনিবার বিকেলে উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়বাদী সেচ্ছাসেবক দল সাবেক যুগ্ন-আহবায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ,সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু উপরুক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন।
তিনি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন সুখী সমৃদ্ধ বাংলাদেশের চিত্র তুলে ধরে বলেন,সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এই ৩১ দফা অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশ্বের মাঝে অনন্য একটি রাস্ট্র হিসেবে আগামীর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল আরো উপস্থিত ছিলেন জাতীয়বাদী ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ আরো অন্যান্য নেতারা।