বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
দৈনিক দিনের সময় অনলাইন ডেস্ক:সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমাদের মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করব। নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহিদ অফিসারদের স্মরণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওয়াকার-উজ-জামান বলেন, আজ একটা বেদনাবিধুর দিবস। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ৫৭ জন চৌকস অফিসারকে, শুধু তাই নয় আমরা কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি। অনেকে ছবিতে দেখেছেন, তবে আমি এ বর্বরতার চাক্ষুষ সাক্ষী।
তিনি বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, ১৬-১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা সাজাপ্রাপ্ত সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না।