বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন সাতজন

নিজস্ব প্রতিবেদক:পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন সাতজন। নতুন সচিব হওয়া এই সাতজনকে বাণিজ্য মন্ত্রণালয়সহ সাত দপ্তরে নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে সাত দপ্তরে তাদের নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- আলেয়া আক্তার (পরিসংখ্যান ও  তথ্য ব্যবস্থাপনা বিভাগ), মো. কামাল উদ্দিন (সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়), মো. তাজুল ইসলাম (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডি), মো. মিজানুর রহমান (বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়), মোহাম্মদ আবদুর রউফ (সেতু বিভাগ), জাহেদা পারভীন (সমন্বয় ও সংস্কার- মন্ত্রিপরিষদ বিভাগ), মাহবুবুর রহমান (বাণিজ্য মন্ত্রণালয়)।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট