শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
রাজশাহী বিভাগীয় প্রতিনিধি :রাজশাহীর সারদায় সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সারদার পুলিশ একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করেন।
জানা যায়, কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন ও ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন, এএসপি প্রবেশনার মো. রুহুল আমিন লাবু এবং এএসপি প্রবেশনার এম. সায়েলিন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজি) মো. মাসুদুর রহমান ভূঞা, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ, আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ।