শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
দৈনিক দিনের সময় অনলাইন: নিত্য পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ‘পতিত ফ্যাসিস্টদের’ বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে ডাকা সমাবেশে গফরগাঁও উপজেলা বিএনপির যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের হাজার হাজার নেতাকর্মী ট্রেনে বাসে করে ময়মনসিংহের সমাবেশে অংশ নেয়।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে গফরগাঁও,মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার,জামালপুর কমিউটার, মহুয়া মহুয়া কমিউটার,তিস্তা এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেসে বিএনপি, যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপচেপড়া ভিড় ছিল।
রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনে বিএনপি দলীয় নেতা-কর্মীদের ভিড়। ট্রেনের বগিগুলো নেতাকর্মীতে ঠাসা। সবাই স্লোগান দিচ্ছেন।ট্রেন থেকে নেমে স্লোগান দিয়ে মিছিল করে তারা ময়মনসিংহের সমাবেশে অংশ নেয়।
সমাবেশে সফল করতে সকাল থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি,যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে গফরগাঁও সদরে আসে ।পরে বাস, ট্রাক ও মাইকোবাসে করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার বিএনপির নেতা কমী ময়মনসিংহের সমাবেশে অংশ নেয়। বিকাল ৩টায় ময়মনসিংহের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান জানান, নিত্য পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ‘পতিত ফ্যাসিস্টদের’ বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে ডাকা ময়মনসিংহ সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের নিয়ে যাচ্ছি।
এ ছাড়াও সমাবেশে সফল করতে উপজেলা বিএনপির’ সাবেক আহবায়ক এবি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির’ সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আল ফাতাহ্ খান পৃথক পৃথক বিশাল মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহণ করেন ।