শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
মোঃ উজ্জ্বল হাওলাদার স্টাফ রিপোর্টার, আমতলী বরগুনা: বরগুনা, আমতলীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৫(পাঁচ) কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল , মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ১৮/০২/২০২৫ খ্রিঃ তারিখ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে ধৃত আসামী ০১. আমিরুলকে ০৫(পাঁচ) কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৫,১০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।