বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

কলাপাড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল করায়, শিক্ষার্থীদের ক্লাস বর্জন


মো: উজ্জল হাওলাদার স্টাফ রিপোর্টার: কলাপাড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল করায়, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘটনা ঘটেছে।

কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল করায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এতে অভিভাবকদের মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বুধবার দিনব্যাপী শিক্ষার্থীরা বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।


প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় দুই গ্রæপের মধ্যে প্রতিযোগিতার আয়োজন নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। একটি পক্ষ তাদের নিজস্ব খরচে অনুষ্ঠান আয়োজন করতে চাইলে অন্য পক্ষ তাদের দাওয়াত দেয়া হয়নি বলে অভিযোগ করেন। তিনি জানান, দুই পক্ষের সমঝোতার জন্য নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোনো অনিয়ম বা বিধি বহির্ভূত কার্যকলাপ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট