রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

অবশেষে হাসপাতালে মারা গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ

নিজস্ব প্রতিবেদক : গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ মৃত্যু বরণ করেছেন। মৃত শিক্ষার্থী আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড.মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড.মাশরিক হাসান জানায়, আহাদ হাসপাতালে চিকিৎসারত ছিলো। ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসক তাকে দুপুর ১ টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, এর আগে গত সোমবার রাতে তিনি সূত্রাপুর এলাকায় নিজ ভাড়া মেস বাসায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয় মেসের বন্ধরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট