শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ ও মানববন্ধন আমতলীতে ১.৫ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার কুয়াকাটায় কম্বলে মোড়ানো যুবকের মরদেহ বাউফলে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আপন ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরগুনায় সমন্বয়ক পরিচয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিলো যুবক গফরগাঁওয়ের হারানো সাকিরের সন্ধান চান তার পরিবার বরগুনায় সমন্বয়ক পরিচয় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর মানুষ পিআর পদ্ধতি বোঝেনা, জনগন ভোট দিতে চায়: আক্তারুজ্জামান বাচ্চু বিএনপির ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে-আমীর খসরু জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি অর্জন-রিজভী

চাঁদপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির পর বিভিন্ন নামে ফ্যাসিস্টদের দোসররা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোন কর্মকান্ড কঠোরহস্তে পূর্বের ন্যায় রুখে দাড়াবে দেশপ্রেমিক শ্রমিক-জনতা।

সরকার যায়, সরকার আসে কিন্তু শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিক জনতার দুঃখ কষ্ট লাঘবে কেউ আন্তরিকতার পরিচয় দেয় না। আসলে ফ্যাসিষ্টদের পরাজয় হলেও ফ্যাসিবাদ বহাল তবিয়তে। এজন্য শ্রমিকদের কষ্ট লাঘবে শ্রমিকদেরকেই কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)’ সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক-জনতার মুক্তি আসবে না। জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ নিলে জনতা সরকারের পাশে থাকবে। নতুন করে কোন ফ্যাসিবাদ তৈরি সুযোগ যাতে না পায় সে ব্যবস্থা করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার বেশি প্রয়োজন। সংষ্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি ফলপ্রসূ নির্বাচন সময়ের অনিবার্য দাবি।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, গত ১৬ বছর ধরে কেউ ভোট দিতে পারেনি। আগামীতে যে নির্বাচন হবে সেখানে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে ।দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে শ্রমিকরা জীবন দিয়েছে কোনো শিল্পপতি জীবন দেয়নি। তারপরও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে। আজকের পর থেকে আর কোনো অন্যায় অত্যাচার হতে দেওয়া হবে না।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহা. আবুল বাশার তালুকদার এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহা. জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি কে এম ইয়াসিন রাশেদ সানি, সেক্রেটারী শাহ্ জামাল গাজী সোহাগ, সাবেক অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, সাবেক কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মনির হোসেন পাঠান।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাও. আব্দুল কাদিরের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন, চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাঃ মুহা.বেলাল হোসাইন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট