শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :অপারেশন ডেভিল হান্ট ততদিন চলবে, যতদিন ডেভিল মুক্ত না হয়। সেইসাথে শয়তান ছোট বা বড় হোক আইনের আওতায় আনা হবে। আমাদের এই নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা ও খেজুরের সরবরাহ ভালো।
তিনি বলেন, সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দেয়া হবে। তবে খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।
উদ্দেশ্যেপ্রণেদিত ও হয়রানি মুলক মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এজন্য একাধিক কমিটিও করা হয়েছে।
সীমান্তে গরু পাচার প্রসঙ্গে তিনি বলেন, দেশের খামারিরা গরু উৎপাদন বাড়িয়েছে। ফলে ভারত থেকে গরু চোরাচালান অনেক কমে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিডিআরের দোষী কেউ চাকরি হারালে তাকে কি চাকরিতে ফেরানো ঠিক হবে! বলে পাল্টা প্রশ্ন রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এসময় পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।