বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

আসন্ন শবে বরাত ও রোজার আগে ন্যায্যমূল্যে ট্রাক সেল কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শবে বরাত ও রোজার আগে ন্যায্যমূল্যে ট্রাক সেল কার্যক্রম শুরু করলো সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকায়, এক কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, প্রতি কেজি ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি শুরু করেছে করছে টিসিবি। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়।

টিসিবি সূত্রে জানা গেছে, গতকাল থেকে ঢাকা ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, সোমবার সকাল ১০টা থেকেই টিসিবির ট্রাকসেল শুরু হয়। আজ মঙ্গলবার খুলনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

জানা যায়, টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ঠিক করা হয়েছে ১০০ টাকা; প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করছে টিসিবি।

নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। গত ৩১ ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর ৪০ দিন বাদে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণন শুরু করল টিসিবি।

টিসিবি বলছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিপণন কার্যক্রম চলছে। আর যাদের কার্ড নেই, তারা ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট