শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মদপানে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে মদপানে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে। মৃতরা হলেন- চা বিক্রেতা আবদুল জলিল (৫২), ব্যবসায়ী মোজাম্মেল হক ওরফে নিজাম (৫৩) ও ভ্যান গাড়িচালক মো. সুমন (৪০)। এর মধ্যে আবদুল জলিল গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের চরমুসলন্দ গ্রামের মৃত কিতাব আলীর ছেলে, মো. সুমন চরমুসলন্দ গ্রামের আবদুর রশিদের ছেলে এবং মোজাম্মেল হক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গুরুতর অবস্থায় আবদুল জলিল ও মোজাম্মেল হককে গফরগাঁও হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোর সোয়া ৬টার দিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে চরমুসলন্দ গ্রামের মো. হাসিম মিয়ার ছেলে মো. সজিবকে ভর্তি করা হয় মদ্যপ অবস্থায়।
সকাল সাড়ে ৯টায় সুমন নামে একজনকে মৃত অবস্থায় গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে জানান গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, একটি হুইচকির বোতল নিয়ে মোজাম্মেল হক এলাকায় এসে কয়েকজন মিলে খায়। এসে তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল পাঠানো হলে সেখানে মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে