শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
মো: নূর হাসান ভাসানী গাজীপুর জেলা প্রতিনিধি :ভালুকায় পোশাক কর্মিকে ফিল্মি স্টাইলে উঠিয়ে নিয়ে ছাত্রদলের গনধর্ষণ! গতকাল রাতে আনুমানিক ১১ঃ৩০ মিনিটে ভালুকা মল্লিকবাড়ি (আখালিয়া) রশিদের ভিটা এলাকায় ছাত্রদল নেতা শামীম -পিতা রহিম পাঠান, শরিফ, সাব্বির ও তার দলবল মিলে, একই এলাকার আবুল হোসেনের মেয়ে মণিমালা (১৮)গার্মেন্টস কর্মীকে ঘর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে সংঙ্গবন্ধ ভাবে ধর্ষণ করে।
স্থানীয়দের সহযোগিতায় তার বাবা এসে তাকে উদ্ধার করে সেই সময় ছাত্রদল বখাটেরা তার বাবাকে- কারো কাছে বিচার বা মামলা না করার হুমকি ধমকি দিয়ে ও ব্যাপক মারধর করেন।
তাৎক্ষণিক খবরটি এলাকায় ছড়িয়ে পরলে
ঘটনাস্থলে পুলিশ আসে,
পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রভাবশালী ছাত্রদল ক্যাডার বাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অসহায় মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।