বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে শতাধিক কারখানার কর্মকর্তাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের শতাধিক কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করে যাওয়া নিরাপনের নেতৃবৃন্দ বৈঠক করেছেন। 

বুধবার  (৫ ফেব্রুয়ারি)  প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির নেতৃত্ব দেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং গ্রুপের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী। শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরা সভায় যোগ দেন।

প্রধান উপদেষ্টা নিরাপন কর্মকর্তাদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। আপনি খুব শীঘ্রই পরিবর্তনগুলি দেখতে পাবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সাথে একটি 18-দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এই খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করেছে।

সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেছেন যে নীরাপন, তার স্থানীয় অংশীদার ব্র্যাক এবং আমাদের কথার সাথে, কারখানাগুলিকে তাদের সুরক্ষা পরিচালনা করতে সক্ষম করার জন্য উদ্ভাবনী সরঞ্জামগুলি বিকাশ এবং সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করে। ব্র্যান্ডের প্রতিনিধিরাও দেশে কারখানার নিরাপত্তার উন্নতিতে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট