সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :

রাঙামাটিতে হিজড়াকে জবাই করে হত্যা

রাঙামাটিতে হিজড়াকে জবাই করে হত্যা

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার  কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া এলাকায় শিলা নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে দুর্বৃত্তরা করেছে। পুলিশ খবর পেয়ে সোমবার দিনগত রাতে তার বাসা থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করে। পরদিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, চট্টগ্রাম জেলার হাটহাজারীর বাসিন্দা শিলা। তৃতীয় লিঙ্গের হওয়াতে পৈত্রিক বাড়িতে ঠাঁই মিলেনি। বেশ কয়েক বছর ধরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করে আসছিলো। সে স্থানীয়ভাবে তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করতেন। নারীতে রূপান্তরে ৪/৫ বছর পূর্বে সার্জারি করায়। শারীরিক এই পরিবর্তনের পর সে আরেক হিজড়াকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিয়ে-শাদিসহ বিভিন্ন রকম স্টেজ শোতে ব্যস্ত হয়ে ওঠে। এর মধ্যে স্থানীয় এক যুবকেরর সঙ্গে মন দেয়া-নেয়ার ঘটনা ঘটে। তাদের সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। কিন্তু সেই ছেলের মাদকাসক্তি থাকায় আদালতের মাধ্যমে দু’জনের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরও সেই যুবকের মাঝে মধ্যে শিলার বাসায় আসা-যাওয়া ছিলো। আবার অজ্ঞাত কারণে শিলা দীর্ঘদিন বেতবুনিয়া ছেড়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো। অতি সম্প্রতি পুনরায় বেতবুনিয়া আসার রাত-বিরাতে তার বাসায় অপিরিচিত লোকজনের মাদকের আড্ডা বসতো বলে জানিয়েছে স্থানীয় লোকজন। গত রাতেও ৫ জন লোক তার বাসায় ঢুকছিলো, তবে তাদের প্রস্থানের বিষয়টি কেউ টের পায়নি। খোঁজ নিতে আসা প্রতিবেশী আরেক হিজড়া কোন সাড়া শব্দ না পেয়ে লোকজনকে বললে তারা দরজা খুলে গলাকাটা লাশ দেখতে পায়। 

খবর পেয়ে পুলিশ সোমবার দিনগত রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মঙ্গলবার সকলে ময়নাতদন্তের জন্য  রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে একইদিন দুপুরে নিহতের স্বজনদের নিকট লাশটি হস্তান্তর করে বলে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান নিশ্চিত করেছেন। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের পেটে একাধিক ছুরিকাঘাত ও গলায় জবাই করার আলামত পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুরে নিহতের স্বজনরা লাশ লাশটি নিয়ে গেছে। ঘাতক চিহ্নিতকরণ ও আটকে পুলিশ মাঠে  নেমেছে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট