সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :

তিতুমীর কলেজের  শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: আন্দোলন প্রত্যাহার করেছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।  

তারা জানান, আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের স্পষ্ট নীতি ঘোষণা করা হবে— এমন আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করে নিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, সোমবার বিকেলে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেছিলেন, ফলে ঢাকা-টঙ্গী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় দুটি ট্রেন আটকা পড়ে এবং ঢাকা-কমলাপুর রেল যোগাযোগও স্থগিত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট