শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে জনগণের জন্য অনেক কাজ করার সুযোগ হয়। এরমধ্যে খাগাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই রাস্তাটি আমার হৃদয়ে দাগ কেটেছে।
উপজেলা নির্বাহী অফিসার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন।
গত ০৩/০৭/২০২৪ তারিখ আমি এলাকাবাসীর অনুরোধে রাস্তা আর স্কুল ভিজিটে যাই। তখন বর্ষাকাল ছিল। রাস্তাটা এতবেশি পিচ্ছিল আর কর্দমাক্ত ছিল, যে গাড়ি তো দূরের কথা, হেঁটে যাওয়াও প্রায় অসম্ভব ছিল।
তখন এলাকাবাসী একটা অটোরিকশাতে আমাকে বসিয়ে ১০-১২ জন মিলে সেই অটোরিকশাটা তুলে নিয়ে আমাকে প্রাইমারী স্কুলে নিয়ে গেলেন।
এই এলাকার মানুষগুলো এভাবে আমাকে তাদের কাছে ঋণী করে দিয়েছিলেন। স্কুলে গিয়ে দেখেছিলাম, রাস্তার কারণে এই স্কুলে ছাত্রছাত্রী উপস্থিতি একেবারেই কম, শিক্ষক থাকেন না। বাচ্চাদের ২ সেট করে ড্রেস নিয়ে স্কুলে যেতে হতো।
কথা দিয়েছিলাম, রাস্তাটা করে দিব ইনশাআল্লাহ।
আজ আল্লাহ আমাকে সেই রাস্তাটা সম্পন্ন করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। উপজেলা পরিষদ, গফরগাঁও এর অর্থায়নে পাকা রাস্তার সাথে এই স্কুলের সংযোগ রাস্তাটি এইচবিবি করা হয়েছে।
আজ এই এলাকার মানুষের কৃতজ্ঞতা প্রকাশ, ওদের আনন্দ অশ্রু আমাকে এদেশের মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বারবার কানে রবীন্দ্রনাথের কবিতার দুটো লাইন বাজছে-
“এইসব মূড় ম্লান মূক মুখে দিতে হবে ভাষা-
এইসব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধ্বনিয়া তুলিতে হবে আশা- -“
ভালো থাকুক খাগাটিপাড়াবাসী, অনেক বড় হোক তাদের সন্তানেরা।