সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
দিনাজপুরপ্রতিবেদক: আমদানিকৃত ফলের উপর অতিরিক্ত শুল্ক কর কমানো এবং ফলকে বিলাসি পণ্যের তালিকা থেকে বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফল ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা হতে সাড়ে ১১টা পর্যন্ত শহরের বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ মঈনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি জহির শাহ, দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির
সাধারণ সম্পাদক মোঃ নাসিম খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ফলকে নিত্য প্রয়োজনীয় পণ্য হিসাবে গণ্য করে অবিলম্বে ফলের উপর থেকে ভ্যাট ট্যাক্স কমানোর দাবি জানান। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার না করলে ৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের সকল স্থল ও নৌবন্দর হতে আমদানিকৃত তাজা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন ফল ব্যবসায়ীরা।
মানববন্ধনে ‘ভ্যাট কমাও ট্যাক্স কমাও, ফল সকলকে খেতে দাও, শুল্ক কমান পুষ্টির দ্বার খুলুন, সুস্থ জীবনের জন্য ফলকে সহজলভ্য করুন,’ ইত্যাদি শ্লোগান লিখিত ফ্যাস্টুন নিয়ে ফল ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাহী কমিটির সকল সদস্যসহ জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকার তিন শতাধিক ফল ব্যবসায়ী অংশগ্রহণ করে