শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন ও স্থায়ী ভবনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে খাড়াজোড়া এলাকায় এ বিক্ষোভ ও অবরোধ করেছে শিক্ষার্থীরা।
এ সময় মহাসড়কের দুই পাশ প্রায় দেড় ঘণ্টা শিক্ষার্থীরা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের চন্দ্রা নবীনগর ও গাজীপুর চৌরাস্তা মহাসড়কের আশেপাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা ও পথচারীরা শিক্ষার্থীরা জানান, অতি দ্রুত বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম থেকে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে নিজস্ব ভবন করার দাবি জানান তারা।
এসময় তারা আগামী শনিবারের মধ্যে নাম পরিবর্তন না করা হলে রোববার পর থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে ওই শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
কালিয়াকৈর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ আহমেদ জানান, মহাসড়ক অবরোধ করেছে এমন সংবাদে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।