শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৪৪ ধারা জারির পর মঙ্গলবার কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ১৪৪ ধারা জারি করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, গত সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল।
কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ ইবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডা. মো. শফিকুল ইসলামের নেতৃত্বে তারালী এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আওয়ামী ঘরনার লোক ঢুকানো হয়েছে এমন দাবি তুলে বিএনপি’র অপর গ্রুপ গত দু’দিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ উপজেলার তারালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির নতুন ঘোষিত কমিটির আনন্দ মিছিল শেষে সমাবেশ চলছিল বিএনপি নেতা শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে। অন্যদিকে, পদবঞ্চিত বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, খোকন মেম্বর, আব্দুল আজিজ ও বাবু গ্রুপ তারালী মোড়ে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা ডাকবাংলো মোড়ঘুরে পুনরায় তারালী মোড়ে ফিরে আসে। শেখ এবাদুল ইসলাম গ্রুপের সমাবেশস্থলে পৌঁছানোর পর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ ঘটনায় দুই গ্রুপই সংঘর্ষে জড়িয় পড়ে। এ সময় কয়েকজন আহত হয় এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারালী মোড় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। কোনো সভা বা সমাবেশ করার অনুমতি থাকবে না বলে জানান তিনি।