বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে এবং এর বাইরে সম্ভব না বলে মন্তব করেছেন, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রেলের কিছু কর্মচারীদের কিছু দাবি ছিল। বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার। প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেয়া হয়েছে। তারা যদি বলে সব একবারে দিতে হবে, সেক্ষেত্রে বুঝতে হবে অর্থের সংকুলান তো করতে হবে। যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত মানা করে না।
উপদেষ্টা বলেন, সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়া হবে কী হবে না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা দেয়া হবে না। খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।
এদিকে বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা অনেক আগের সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে। আর রেলের কর্মচারীদের দাবি নিয়ে তিনি বলেন, রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি তা যতটুকু পূরণ করা সম্ভব তা করা হয়েছে। এরপরও তারা আন্দোলন করছে কেন? মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি।
ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব না। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।