শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি :চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ৬ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য জানানো হয়। তাদের কাছ থেকে এলজি, ড্রিল মেশিনসহ ডাকাতির নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিএমপির ডিসি (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ২৭ জানুয়ারি দিবাগত রাতে নগরীর বায়েজিদ বোস্তামির কুলগাঁও খলিল শাহ মাজারের পাশের একটি বাড়ির দোতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), মো. আজিম উদ্দিন (২৩), মো. রিফাদ (১৯) এবং মো. জুয়েল (২০)।
গ্রেফতার ৬ ডাকাত চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী উল্লেখ করে ডিসি রইছ উদ্দিন বলেন, সাজ্জাদ গত বছরের ৫ ডিসেম্বর পুলিশের ওপর গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গ্রেফতার ওই ছয়জনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত চারজন পালিয়েছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, গ্রেফতার আসিফ ডাকাত দলের সর্দার। ওই এলাকায় তার নেতৃত্বেই ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, ড্রিল মেশিন, কাটার মেশিন, কিরিচসহ ডাকাতি কাজে ব্যবহার করা বিভিন্ন যন্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা এ অভিযান পরিচালনা করে বেশ কিছু মোবাইল পেয়েছি। এ ছাড়াও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এটিএম কার্ড পাওয়া গেছে।