সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে পুকুরের ভেতর থেকে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মঈন উদ্দীন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ একটি পুকুরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নিহত মঈন উদ্দীন মিরপুর উপজেলার ছাতিয়ার ইউনিয়নের ধলসা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে এবং তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে শুকিয়ে যাওয়া পুকুরের ভেতর এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা মিরপুর থানা পুলিশকে খবর দেয়। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ সেখানে ভিড় করে। নিহতের মাথায় এলোপাথাড়ি আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরেনি। সকালে জানতে পারে তার লাশ মাঠে পড়ে আছে। কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট