শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে বিপুলকে নৃশংসভাবে হত্যা দাবিতে মানববন্ধন

সামিউল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আতাউর রহমান বিপুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও তার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী-ভূয়াপুর প্রধান সড়ক তারাকান্দি মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার সকালে জমি বিরোধের জেরে আতাউর রহমান বিপুল ও তার মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগমের উপর দেশীয় ধারালো অস্ত্র রাম দা, চাইজি কোড়াল, লোহার রড় নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন।

এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে। এসময় তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এই দেখে বিপুলের মা আছমা বেগম ফিরাতে গেলে তারও একটি হাত ভেঙে দেয় আপেল ও তার লোকজন।

এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন কে আটক করলেও প্রধান আসামিকে আটক করতে পারেনি। মানববন্ধনে নানান পেশাজীবী মানুষ ও সরিষাবাড়ী থানার পুলিশ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট