রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে দ্রুতগামী ড্রামট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকায় দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরো দুই জন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ বেশকিছু গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা এগিয়ে এলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বিক্ষুব্ধ জনতা। এসময় একটি ড্রামট্রাক ভাঙচুরের ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে দুইটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাম্যান সুমন ও আকাশের ওপর হামলা করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট-ভোলা-বরিশাল সড়কের কালিরচর রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার টুমচর ইউনিয়নের জগৎবাড়ী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও একই উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মুনসুর আহাম্মদের ছেলে মুরাদ হোসেন।
পুলিশ ও স্থানীয়রা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিকে জানান, দুপুর ১২ টার দিকে চর আলী হাসান থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশা মজুচৌধুরী হাট সড়কে প্রবেশ করলে দ্রুতগতিকে আসা একটি বালুভর্তি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মুরাদ হোসেন নিহত হন। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ার ও আজাদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতিতে আজাদকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।