শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়কে টোল আদায় বন্ধের দাবিতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ধর্মঘট কর্মসূচি পালন করে। দুপুরে অটোরিকশা নিয়ে ইউএনও অফিস ঘেরাও করে টোল আদায় বন্ধের দাবি জানায় তারা।
জানা যায়, গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে টোল আদায় বন্ধ করা হয়। কিন্তু গত ১ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এক বছরের জন্য দরপত্র আহবান করে। ১৮ ডিসেম্বর দরদাতাকে এক বছরের জন্য পৌর এলাকায় টোল আদায়ের জন্য ইজারা প্রদান করা হয়। ইজারাদার ১ জানুয়ারি থেকে নিয়মিত সড়কে টোল আদায় শুরু করে। টোল আদায়কারীরা টোলের জন্য অটোচালকদের সাথে অসদাচারণ শুরু করে। এ নিয়ে অটোচালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার দুপুরে হাজারখানেক অটোচালক তাদের ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে উপজেলা নির্বাহী
অফিসারের অফিস ঘেরাও করে।
এদিকে ইতোপূর্বে ইজারা স্থগিতের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন জানায় উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের আবেদনের সাথে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র জনতা।
ব্যাটারিচালিত অটোরিকশা চালক কাইয়ুম, জামান, সাদেক, খোকন, রিফাত ও সায়েম দৈনিক দিনের সময় কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকে বলেন, আমরা টোল আদায় বন্ধের দাবিতে ধর্মঘট শেষে ইউএনও অফিস ঘেরাও করি। ইউএনও আমাদেরকে জানায়, এক বছরের জন্য ইজারা দেয়া হয়েছে। ইজারার টাকায় উন্নয়নমূলক কাজ করা হবে। তাছাড়া নতুন সরকার না আসা পর্যন্ত টোল বন্ধ করা যাবে না। আমরা গরীব খেটে খাওয়া মানুষ, সারাদিনে সামান্য আয় করতে পারি। তাই টোল বন্ধের দাবি জানাই।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম দৈনিক দিনের সময় কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকে বলেন, টোল আদায় সরকারি বিধি মোতাবেক হচ্ছে। এ বিষয়টি অটো চালকরা জানতেন না। বিষয়টি তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে। আদায়কারীরা যেন চালকদের সাথে টোল আদায় করতে গিয়ে অসদাচরণ না করে এ ব্যাপারে টোল আদায়কারীদের সহনশীল হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।