শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ ও মানববন্ধন আমতলীতে ১.৫ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার কুয়াকাটায় কম্বলে মোড়ানো যুবকের মরদেহ বাউফলে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আপন ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরগুনায় সমন্বয়ক পরিচয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিলো যুবক গফরগাঁওয়ের হারানো সাকিরের সন্ধান চান তার পরিবার বরগুনায় সমন্বয়ক পরিচয় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর মানুষ পিআর পদ্ধতি বোঝেনা, জনগন ভোট দিতে চায়: আক্তারুজ্জামান বাচ্চু বিএনপির ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে-আমীর খসরু জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি অর্জন-রিজভী

ময়মনসিংহে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে। এখন কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে। আমরা বলেছি, আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে একটা মিটিং আছে। ওই মিটিংয়ে আলোচনা হবে। 

তিনি বলেন, ভারতের সাথে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে। যেগুলো অসম চুক্তি আছে, সেগুলো কীভাবে সমস্যা সমাধান করা যায় এগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে চিঠিও দিচ্ছি। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের অধীনে সকল পুলিশ ইউনিট, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব, বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে তিনি পুলিশের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পুলিশের তদন্ত পুলিশেই করবে। এটা অন্য কোনো সংস্থার করার সুযোগ নাই। ট্রাইব্যুনালের তদন্তও পুলিশ বাহিনীই করবে। তিনি আশা করেন আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায়। যত তাড়াতাড়ি পায়, এটা যেন বিলম্বিত না হয়।’

বোরো মৌসুমে সারের কোনো সংকট হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সাংবাদিকদের জানান, এখন সারের কোনো সংকট নেই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। আর যেসব ডিলাররা এর সাথে জড়িত হবে আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, কৃষকরা অবশ্যই সার পাবেন এবং ন্যায্য মূলেই পাবেন। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উল্টা-পাল্টা অনেক খবর প্রচার করতো। কিন্তু আমাদের দেশের সাংবাদিকগণ সত্যটা প্রকাশ করায় এখন বিদেশি মিডিয়া এখন আর আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারে না। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে সরকারের সব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, সেনাবাহিনীর ৭৭ বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার ও ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি আইনশৃঙ্খলা ও কৃষিসহ অন্যান্য বিষয়ে যেসব সমস্যার কথা আলোচিত হয়েছে, সেই বিষয়গুলো নিজের মন্ত্রণালয় ছাড়াও অন্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের অবহিত করবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট