শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় স্ত্রী লাকী বেগমকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী মোস্তফা মিয়া (৪৫) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ সোমবার (১৩ জানুয়ারি) সকালে নিহতের মরদেহ উদ্ধার ও আহত স্বামীকে আটক করে হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশা চালক। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আহত মোস্তাক মিয়াকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
আহত মোস্তফা মিয়া জানান, তার স্ত্রী মুঠোফোনে ভিডিও কলে ব্যবসায় জড়িয়ে পড়েন। এতে রাত থেকে তাদের বাক-বিতণ্ডায় হয়। সকালে পুনরায় বাক-বিতণ্ডা হলে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে স্ত্রীই তাকে সেই ছুরি দিয়ে পেটে আঘাত করেছেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।