শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : আগামী ১ থেকে দেড় বছরের মধ্যে বগুড়া বিমান বন্দর চালু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। রোববার (১২ জানুয়ারি) বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শনকালে বিমান বাহীনি প্রধান একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বিমানবাহিনী এবং বেবিচক এর ঊর্ধ্বতন ও অন্যান্য কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, বগুড়া বিমানবন্দর চালু করার জন্য একটি বোর্ড গঠন করা হবে। তাদের প্রস্তবনা দ্রুত বাস্তবায়ন করতে পারলে ১ থেকে দেড় বছরের মধ্যে বগুড়া বিমানবন্দর চালু করা সম্ভব হবে।
পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান বলেন, এই বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল, তবে বর্তমানে এর সার্বিক অবস্থা সন্তোষজনক। এই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, এই রানওয়ে ভিভিআইপি ফ্লাইটের বিকল্প এবং জরুরি অবতরণ কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য, যা উত্তর-পশ্চিমাঞ্চলে উদ্ভূত যেকোনও পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার সময় ত্রাণ কার্যক্রম এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েন নিশ্চিত করতে এটি একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে।
বিমান বাহিনী প্রধান আরও জানান, রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ সম্প্রসারণের ব্যাপারে চেয়ারম্যান বেবিচক এর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা হয়েছে এবং বেবিচক চেয়ারম্যান একমত পোষণ করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রানওয়ের উন্নতি সাধন এবং অভ্যন্তরীণ বিমান উড্ডয়নের জন্য পরবর্তীতে রানওয়ে বর্ধিতকরণের বিষয়ে বেবিচক ব্যবস্থা নেবে। তিনি বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান দুস্থদের মাঝে কম্বলও বিতরণ করেন।