রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
দৈনিক দিনের সময় অনলাইন ডেস্ক : ঢাকা পর্বে ব্যাটিং ব্যর্থতায় রংপুরের কাছে পাত্তাই পায়নি ফরচুন বরিশাল। প্রথম দেখায় বড় ব্যবধানে হারের জবাবের ম্যাচে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মেয়ার্স।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেটে বিপিএল গ্রুপ পর্বের ১৩তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বরিশাল। ব্যর্থতার বৃত্ত ভেঙে আজ রানের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। উইকেটকিপার ব্যাটার হিসেবে একাদশে সুযোগ পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার করেছেন ৪১ রান। তার বিদায়ে ভাঙে ৮১ রানের উদ্বোধনী জুটি।
শান্ত ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিমও। ৩৪ বলে ৪০ রান করেছেন তিনি। এই ইনিংস খেলার পথে একটা মাইলফলকও স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৮ হাজার রান পূর্ণ করেছেন তামিম। রান খরায় ভুগতে থাকা তাওহিদ হৃদয় আজ শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ২৩ রান এসেছে তার ব্যাট থেকে।
সিলেটে আজ মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ২ রান করেছেন তিনি। বরিশালের ১৯৭ রান সংগ্রহ এনে দেয়ার পথে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন কাইল মেয়ার্স।
রংপুরের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আকিফ জাভেদ। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিলেও ৩ ওভারে ৪৭ রান খরচ করেছেন কামরুল ইসলাম।