শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
সাসিউল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরিষাবাড়ী-ভুয়াপুর সড়কে দীর্ঘ ৫ ঘণ্টা রেল ও সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
বুধবার (৮ জানুয়ারি) ভোরে পৌর এলাকার তালুকদার বাড়ী সংলগ্ন রেলক্রসিংয়ে লোকাল মেইল ট্রেন ও সারবাহী ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের চালকসহ ৩ জন আহত হয়েছে।
আহতরা হলো ট্রেনের চালক সামছুল হক, ট্রাক চালক মজনু মিয়া ও তার সহযোগী কবির হোসেন।গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেনটি সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং অতিক্রম করার সময় তারাকান্দি থেকে সার পরিবহনকারী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রেনটি প্রায় দুইশ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক তিন ভাগ হয়ে খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনের গ্লাস চালকের অংশ ভেঙে যায়।
এ ঘটনায় ট্রাক ও ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছে৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় ট্রেনের যাত্রীদের মধ্যে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তালুকদার বাড়ি রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেট ম্যান চাঁন মিয়ার দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় পর ৫ ঘণ্টা সরিষাবাড়ী- ভুয়াপুর সড়কে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া, সরিষাবাড়ীতে দায়িত্ব থাকা সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, জিআরপি পুলিশ, রেলওয়ে স্টেশন কর্মকর্তা কর্মচারী, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন ঘটনা স্থল পরিদর্শন করেন।
ট্রেনের চালক সামছুল হক দৈনিক দিনের সময়ের প্রতিনিধিকে জানান, রাত ৩ টা পাঁচ মিনিটে ভুয়াপুর থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হই। বয়ড়া স্টেশন ছাড়ার পর তালুকদার বাড়ী রেলক্রসিং সংলগ্ন এলাকায় বেশ কয়েকবার হুইসেল দেওয়া হয়। এতে কেউ রেলক্রসিংয়ের বার না নামানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।৫ ঘন্টা পর ট্রেনটি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন জানান, সকাল থেকে সরিষাবাড়ি লাইনে ৫ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেন ও ট্রাকটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।
জামালপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম জানান, ট্রেন ও ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছে৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। এতে আনুমানিক ভাবে অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।