শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

নরসিংদীতে তিনদিন ব্যাপী ওরসকে কেন্দ্র করে দুটি গ্রুপে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় ৭৫ বছর যাবত অনুষ্ঠিত হয়ে যাওয়া মুক্তি পাগলীর মাজারের তিনদিন ব্যাপী ওরসকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও ওলামায়ে কেরামগনের মধ্যে দুটি গ্রুপ তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা অবনতি, রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে নরসিংদী জেলা প্রশাসন।

গত রোববার (৫ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধূরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়। ৫ জানুয়ারি রাত ৮ টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মাজার এলাকায় এ আদেশ বলবত থাকবে।

১৪৪ ধারা জারির পাশাপাশি ওই এলাকার মানুষের জন্য বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। সেখানে বলা হয়েছে ১৪৪ ধারা বলবত থাকা অবস্থায় ওই এলাকায় ৪ জনের বেশি লোক চলাচল, মিটিং ও লাঠিসহ যেকোনো ধরনের মিছিল, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবং দেশীয় অস্ত্রসস্ত্রসহ যে কোন ধারালো ছুরি, টেটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, চরআড়ালিয়া ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে মুক্তি পাগলীর ওরসটি প্রায় ৭৫ বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৫, ৬ ও ৭ তারিখ তিনদিন ব্যাপী ওরসটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মাজারে ওরস হওয়াকে কেন্দ্র করে মাওলানা আনিসুর রহমান, মাওলানা ওমর মোল্লাদের নেতৃত্বে ওলামায়ে কেরামগন এবার ওরসটি প্রতিহত করার ঘোষণা দেন। এদিকে তাদের ঘোষণাকে প্রতিহত করার ডাক দেন ওরস আয়োজক কমিটির লোকজন। আর এতেই ওই এলাকায় দুইটি গ্রুপের সৃষ্টি হয়েছে। ওরসকে ঘিরে দুটি গ্রুপের লোকদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ, খুন হত্যাসহ আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির পাশাপাশি সরকারি ও জনসাধারণের মালামাল ক্ষতির আশঙ্কা থেকে বেআইনি কার্যকলাপ ও আইনশৃঙ্খলা জননিরাপত্তায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট