বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

৫৯ বিজিবির অভিযানে সীমান্তে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ আটক-১

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ১জনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের একটি দল সীমান্তবর্তী উপজেলা ভোলাহাটে এই অভিযান পরিচালনা করে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও মোটরসসাইকেলসহ ১জনকে আটক করা হয়।

সূত্র জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ভোলাহাট থানাধীন আলালপুর গ্রামের মোঃ নাজমুল হোসেন নাজিমকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির কাছ থেকে ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল এবং ১টি ব্যবহৃত বাটন মোবাইল ফোন পাওয়া যায়। সর্বশেষ তথ্যানুযায়ী মালামালসহ আটককৃত ব্যক্তিকে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযান ও মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট