শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমার উপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার ময়দান দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনার পর উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিত বিবেচনা পূর্বক গত বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে কামরপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর ১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারিকৃত নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।

এর আগে গত ১৭ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় চার প্লাটুন বিজিবিমোতায়েন করা হয়।

এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে কামরপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর ১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করেছিল ডিএমপি। সেটিই এখন প্রত্যাহার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট