শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারের অভিযোগে মায়ের সঙ্গে ৭ মাস বয়সী দুধের শিশু জেলহাজতে

 মাহবুব রহমান শ্রীপুর উপজেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মায়ের সঙ্গে জেলহাজতে যেতে হয়েছে ৭ মাস বয়সী দুধের শিশু সাওদাকেও। শুধু তাই নয়, মায়ের সঙ্গে তাকে যেতে হয় থানায়। এরপর মায়ের কোলে করে যেতে হয় আদালতে। সেখান থেকে আইনি প্রক্রিয়ায় মায়ের সঙ্গে স্থান হয় জেলহাজতে।

 গত বৃহস্পতিবার রাতে ৫০০ গ্রাম গাজাসহ ওই শিশুর মা আছমাকে (৩২) গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। এরপর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার আছমা শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের কালীবাড়ি এলাকার আলমের স্ত্রী এবং ইয়াকুব আলীর মেয়ে।

পুলিশ দৈনিক দিনের সময় প্রতিনিধিকে জানায়, আছমা ও তার স্বামী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান দৈনিক দিনের সময় প্রতিনিধিকে জানান, আলমকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। পরে তার বসতঘর থেকে ৫০০ গ্রাম গাজাসহ আছমাকে গ্রেফতার করা হয়। আসমার ৭ মাসের দুগ্ধপোষ্য শিশুকে দেখাশোনা করার কেউ না থাকায় শিশুটিকে মায়ের সঙ্গে জেলে যেতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট